আমাকে ডাকেনি কভু
এ নদী,এ নদীর জল ,
তবু আমি এসেছিলুম
খাঁ খাঁ রোদ্দুর ভেজাবো বলে।
.
আমাকে ডাকেনি কভু
চৈতালি চাঁদ,রবির কিরন,
তবু আমি ভেসেছিলুম
হৃদয়ের কার্নিশ পুড়াবো বলে। .
.
আমাকে ডাকোনি তুমি
বলোনি কখনো ফাগুনের কথা,
তবু আমি গেয়েছিলুম
তোমাকে জানাতে বসন্তের ব্যথা।
.
সে তো মহাকালের কথা
শিকড় বিহীন এক স্বর্ণলতা,
স্বপ্নের শিথানে আঁকিনি ছবি
জীবনের আয়োজনে মিছে ছিল সবি।