বড় অনাদরে পরে থাকে সময় . .
.রাখেনি
খোঁজ সে দখিনা বাতাস . . .রাজপথ
ধরে
যে এসেছিল চোখের ভাঁজে . . . .সে
আজ
কোথায়,কোথায় হারায়??
কত টা প্রহর আমি শুন্যে মিলাই, কতটা
প্রহর
অভিমানে
রাখেনি খোঁজ ঐ নির্জলা দুপুর্।
কি জানি কোন অকারণে
তেমাথার অশ্বথ ফেলে প্রতিক্ষার
দীর্ঘশ্বাস
ঘড়ির কাঁটার মাঝেও ঝিমুনির প্রয়াস।
অলস সময়ের হাত ধরেই আসে গোধূলি
অতঃপর চাঁদের আলোয় স্নান করে
পৃথিবী
তবু আমি হারাই আঁধার থেকে আঁধারে,
অবারিত জ্যোস্না মেখেও চাঁদটা
কেমন নিঃসঙ্গ
হাওয়ায় কান পেতে শুনি গাছে
গাছে কানাকানি
যেন বহু বছরের জমানো অব্যক্ত প্রলাপ,
অবহেলায় ঝড়ে যাওয়া দু' একটি
পাতার ক্রন্দন আর ঝিঁঝিঁ পোকার
প্রেমালাপে
দ্বিখণ্ডিত আমি দীর্ঘ থেকে দীর্ঘতর
রাতের দাবি নিয়ে বলি,"এসো,
একবার এসো"
জ্যোস্নায় গা ডুবিয়ে মুখোমুখি বসি,
তুমি নয় কিছু না পেলে
আমি তো কিছুটা বাঁচি।