সোনার দেশের নিরীহ মানুষ
বানের জলে ভাসে,
বড় মুখে নিজের সাফাই
করছো মিলে মিশে।

দেখেছি সেদিন রাস্তায় ছিলে
সংখ্যালঘু রক্ষার নামে,
তারাও যে যাচ্ছে ভেসে
দেখছো বসে বসে!

গোমাতা যে যাচ্ছে ভেসে
এখনই হয়তো আজ!
ধিক্কার জানাই তোমাদের
নাই কি তোমাদের লাজ?

আমাদের কথা বাদই দিলাম
জীবনের দাম নাই ,
বাণের জলে যাচ্ছে ভেসে
তোমাদেরই জাতি ভাই।

সেদিন তোমরা স্লোগান দিলে
সংখ্যালঘু বাঁচাও ,
তারাও যে ডুবছেরে ভাই
তাদের না হয় তাকাও।


বানের জলে ভাসিয়ে দিলে
মসজিদ,মন্দির,গির্জা,
ধ্বংসযজ্ঞের রূপকার তুমি
আমারা হয়েছি কবজা।