এলেম আমলের ধার ধারে না,
নবীর সুন্নত; মোটেই মানে না,
নিজের মত চলে যারাই
এরাই দেশের আলেম-ওলামা।

সমাজে তাদের প্রভাব আছে,
আমজনতার সাপোর্ট পাশে।
জাতির মাথায় রেখে কাঁঠাল
খাচ্ছে তারা অনায়েসে।

মুসলমানের নামে আজ
খাচ্ছে মোদের রক্ত,
এই দুনিয়ায় এদের আবার
আছে অনেক ভক্ত ।

নব্বই ভাগ মুসলিমের দেশ
মতবাদে আজ প্রায় নিঃশেষ,‌
হাজারো মদের ফাঁকে আজি
হকহাকিকাত মোরা খুঁজি।

কার পাশে তে দাঁড়াবো ভাই!
সবাইকী আজ একই তাই ‌?
নিজের হুকুম চালাতে হবে!
অন্যকে কাফের বলে‌!