তুমি কেন নীরব আজি
গাছে পেকেছে ফলো রাজি,
ছন্দের ঝংকার তুলে
স্বাগত জানাও তারে।
বলার নেই ভাষা!
জীবন জুড়েই হতাশা?
কোথায় গেল ভাষা
কেন এ হতাশা!
মায়ার পিছু টানে,
ছুটে চলে আর মনে_
তাসের ঘর বাঁধি
হৃদয় মন্দিরে।
মায়ার ডোরে বেধোঁনা পাখি
কখন ওড়াল দেবে;
তোমায় দিয়ে ফাঁকি_
মায়া ভয়ের হিলনে
হৃদে প্রেম জাগে,
আশাহত করিও না
সফলতার আগে।