গ্রীষ্মের তাপদাহেতে
রৌদ্রের পোড়ানিতে ,
চল সকলের ছুটে
যাইবরফ আনিতে।

প্রচন্ড রোদে জীবন যায়
কারেন্ট নাই অসহায়,
বরফ পেলে ভালই হয়
একটু শান্তি ভরসা পাই।

সারাদিনের কষ্টের পরে
রোদে তাপে ঘাম ঝরে,
বরফেতে হাত সেকে
যথ সামান্য তৃপ্তি মেলে।

সূর্য মামা খুনসুটিতে
মেতে আছে এখন,
তাহার হাতের খেলনা হয়ে
যাচ্ছে প্রায় জীবন।