চালক ছাড়া রথ আজ
সারথি নিল বিদায়,
আমার মত হাজারো রথের
লাগাম ধরবে কে হায়!
তাকে হারিয়ে ভগ্ন হৃদয়ে
কান্নার রোল বয়,
বুক ফাটা আর্তনাদ
হৃদয় খান খান হয়।
বেদনায় গন্ধ আসে;
কলিজা পুড়ে ছাই ,
প্রিয় শায়েখ মোদের ছেড়ে
নিলেন চিরবিদায়।
নিঃস্ব জীবনের খাঁচায় আজ
বিষন্নতার দেখা,
তব প্রিয় কে বিদায়ে আজ
লাগছে বড় ফাঁকা।
থেকে যাবেন স্মৃতির পাতায়
দক্ষ সারথি রুপে,
কি যে দহনে পুড়ছে হৃদয়!
কাঁদছি ফুফে ফুফে।