সে কি আর আমার আছে?
যার ছোয়াতে এ হৃদয় বাঁচে!
স্মৃতিগুলো রয়ে গেছে
আশাগুলো পচে গেছে ।
আশা ছিল অনেক কিছু
স্বপ্ন ছিল বড় ,
এখন শুনি সময় হয়েছে
রাস্তা তুমি ছাড়ো ।
চোখের জলে লিখে দিলাম
বন্ধু তোমার নাম,
যদিও হবে না জানি
এর কোন দাম ।
জানি আমি ব্যর্থ আজি
তবু তোমার দিধায় বাঁচি,
করো তোমার স্বপ্ন পূরণ
প্রভুর কাছে যাচি।
তুমি আমার স্বপ্ন ছিলে
তুমি ছিলে আশা,
তুমি ছেলে পথ চলার
অনন্য ভরসা।
তুমি ছিলে পথের আলো
জীবন গড়তে সামনে চলো,
চলার পথে থমকে গেল সবই
সামনে চলার পথ শুধু ভাবি।
চলতে চলতে কয়েকবার,
হয়তো হবে দেখা আবার _
ধরবে তুমি অন্য হাত
আমার চোখের সামনে,
আপন কিছু অন্যের কাছে
সহ্য করি কেমনে।
অবশেষে এটুকুই বলি
হবো না তোমার পথের পাঁচালী,
চলো, তোমার মত করে_
সুখ সমৃদ্ধি আসুক তোমার ঘরে।