জীবন যুদ্ধে কখনো হেরে যাই
আবার কখনো বা জয় হয়,
দুঃখ পাবার কিছু নেই _
পাওয়া না পাওয়ার দুনিয়ায়।

আশার হাতছানিতে
জীবনের গতি পাল্টে দিতে,
কত কিযে করে যাই
সফলতা তবু দুরে রয়।

নিছতব্ধ তাকে সঙ্গী করে
পথে পথে ভবে ঘুরে,
আশার বাসা সাঙ্গ করে না;
চলেছে সে জীবনের তরে।

পথহারা পথিকের বেশে,
ফিরে যাই অবশেষে;
অজানা গন্তব্যে__
অচেনা কোন দেশে।