মরণ তুমি এত কঠিন
ভাবিনি আমি কভু ,
তোমার আগমন নিয়ন্ত্রণ করে
স্বয়ং আমার প্রভু ।
মরন তুমি দেখা করবে
মোদের সবার সাথে ,
সবাই মোদের বিদায় দেবে
আট পায়ের রথে।
মরণ তুমি ছিনিয়ে নাও
আপন জনের প্রাণ !
বেদনায় উচ্চমান
হয় যে হৃদয় খান খান ।
মরণ তুমি যদিও অপ্রিয়
তবুও বাস্তবতা ,
তোমার জন্য মনে খোলা হয়
নতুন স্মৃতির পাতা ।
মরন তুমি বিরহেরী
অপর একটি নাম ,
তুমি এলেই ধনী-দারিদ্র
সবার মান সমান ।