গভীর প্রেম সামান্য লুচ্চামি!
এই নিয়ে কথা বলব আমি,
নয়তো এমন দামি_
তার প্রেমে সিক্ত তুমি!
জানে তোমার অন্তর্যামি,
সামান্য কিছু হয়তো আমিও জানি-
বিচ্ছেদ বেদনা পরে-
দুঃখ পরে ঝরে,
এমন বেদনার ও সুখ,
শুধুই তোমায় সরে।
সামান্য তিলে আসক্ত তুমি,
জীবন করেছো মরুভূমি !
হয়তো প্রেম অনেক দামি -
মিথ্যা শহরে মূল্য নাই,
ভালোবাসার আর অর্থ কৈ!
বিরহ বিনে কিবা পাই?