হাজারো পাপ গুনাহের সাগরে ,
ডুবেআছি আমি প্রভু !
তুমি বিনি কেইবা আর ,
ক্ষমা করিবে কভু ।
তুমি প্রভু দয়ার সাগর
তোমার তুলনা নাই ।
তব দ্বারে বঞ্চিত হলে
আর কোথায় যাই।
পথ দেখাও আমায় প্রভু ,
দাও সঠিক পথের দিশা ।
অন্তরে ঈমান জ্বালাও
তব দ্বারে রে এই আশা।
পথে চলিতে চলিতে ,
জীবনের হাজারো গলিতে ,
তুলেছি পাপের পাহাড় ।
তুমি ছাড়া কেইবা আছে
ইলাহ আমার?
ক্ষমা করে দাও গো প্রভু !
এটুকুই চাই ।
অন্তরেতে হাজার চাহিদা ,
আর কার কাছে চাই?
ক্ষমা করে দাও গো প্রভু,
আমি মহাপাপি।
তুমি ছাড়া কার কাছে?
চাইবো আমি মাফি।