এই খরস্রোতা নদী তটে বসি,
ঢেউয়ে ঢেউয়ে জানান দিলাম আমি আছি।
তোমার হৃদয় মন্দিরে একটুখানি স্বরতুলে_
একটুখানি অস্ফুট স্বরে জানান দিও।
আমি অপেক্ষা করবো তবু
ভুলনা আমায় কভু,
তোমার হৃদয়ে মন্দিরে একবিন্দু
জায়গা পাওয়ার উদ্দেশ্য।
অর্ধ রাতে চাঁদের আলো
তুমি বিনে লাগেনা ভালো,
তোমার অপেক্ষায় দিন করি পার;
জায়গা দিও এক বিন্দু তোমার হৃদয়ে এবার।
হৃদয়ে স্পন্দন জাগে,
তোমায় ভাল লাগে,
তুমি বিনে জীবন অন্ধকার
এক বিন্দু জায়গা দিও এবার।
আলোহীন এই ইটসনের দেয়ালে,
বন্ধ ঘরে বসে ভাবি তোমায়_
তুমি থাকবে মোর পাশে অতি কাছে ;
ইচ্ছা হলে একবার জানান দিও।