চলো ঘুড়ি উড়াই
আকাশের নীলে,
মেঘের কোলে ভেসে গেসে
রঙিন জীবনের ।

চলো ফানুষ ওড়াই
আধারের বুক চিরে;
আলোর প্রদীপ জ্বেলে
আমানিশার সন্ধ্যায়।

মানুষের প্রতি রঙে
জীবনের প্রতি ঢঙে,
আলোর প্রদীপ জ্বেলে
তোমার অপেক্ষায় ।

ভালোবাসার আহ্বানে
আগমনের জয় গানে,
বেদনায় উচ্ছ্বাসে
অপেক্ষমান রই।

চলো,
আগমনের প্রত্যাশায়
তাকে স্বাগত জানাই।