কাঠফাটা রোদের নিস্তব্ধতায়_
ধরণীর বিভাজ্য ছায়ায়,
তব শত ব্যস্ততার মাঝে;
স্মরণ হলো আমায়!

নিস্তব্ধতার মাঝে আজ
তব নব সাজ!
কাকন,কাঞ্চন,অঙ্গীবাদী
কোথায় চলেছ আজ!

চলেছ যে নিরবধি
যেন লাগে নিস্তব্ধ ধি,
আশঙ্কার ফুৎকারে
সে ধুকে ধুঁকে মরে।

কোথায় চলেছ বলো এবার
ক্ষমতা নাই বিরহ সইবার,
নিস্তব্ধ পথে একা কেন চলো?
প্রদীপ লন্ঠন কেনই বা না জালো!