কি করো?হে কবি,
বিষন্ন বদনে বসি_
ভাবেছো কি কিছু ?
নিরবে নিভৃতে।
অপেক্ষায় আছি তারই
দিয়ে গেছে যে আড়ি ,
হৃদয় অপেক্ষা করে শুধু তারই।
কে সে বল আমায়?
ফিরিয়ে দেব তাকে তোমায়;
যদি আমি পারি ।
সে আমার সাত জনমের প্রেম,
বেঁধেছে সে মায়ায় ।
স্বপন দেখি তারে নিয়ে,
শূন্য ভুবনে হারাই ।
পরিচয় আছে কি তার?
বল কষ্ট করে এবার_
যদি পারি সন্ধান দিতে তার।
দেখেছি তারে শেষ কবে!
স্মরণ রেখেছি তবে ,
মনে হয় হাজার বর্ষ হয়েছে পার!
দেখা হয়েছিল শেষ বৃহস্পতিবার।
ভেবেছ কি তবে ?
আসিবে সে ফিরে?
তবু হৃদে আসা জাগে,
বাঁধিবে সে অনুরাগে ,
জানিনা হায়,সে বুঝবে কি আমায় ?
বেঁধেছিল যে আমায় মায়ায়।
সন্দেহ জাগে চিত্তে?
অবিস্তীর্ণ হৃদয়ের পরিচয়!
এমন কথা বলিও না
হৃদয় পোড়াবে,
তার দুঃখে এ হৃদয়
দহনে যে ছাই হবে।
মিথ্যা কেন পাও তুমি ভয় ?
আছে আজ কোথায় ?
সে তো আর এখানে নাই !
আছে সে হৃদয়ে মাঝারে,
যে জাগ্রত প্রতিচ্ছবি।
তারে ভুলিবার উপায় নাই ?
চেষ্টা করা শুধুই বৃথাই।