আকাশেতে লক্ষ তারা
মেঘের নিচে ঢাকা,
তুমি বিনে হৃদয় আমার
বন্ধু বড় ফাঁকা।
আধার রজনীর বুক চিরে
তুমি চাঁদের আলো,
তোমার কথা স্মরণ হলে
লাগেনা আর ভালো।
আঁধার রাতে আলো তুমি
চাঁদ যেমন আসে,
অমানিশায় যেওনা হারিয়ে
থেকো ভালোবেসে।
ছেড়া ছেড়া মেঘের মাঝে
বৃষ্টি যেমন আছে,
অন্তর জ্বলে তুমি বন্ধু;
তুমি আছো আমাতে মিশে।