হঠাৎ করে বৃষ্টি এলো
আকাশ করে কালো,
ডোবা নালা খাল বিল
জলে ভরে গেল।

পানি পেয়ে খুশি হল
ব্যাঙ গুলো সব আজ,
জলের ভিতর আসর হবে
বসবে ব্যাঙ সমাজ।

কোলা ব্যাঙ,সোনা ব্যাঙ
আরো কত কে_
স্বাগত জানায় সভাপতি
সকলকে ডেকে ।

আসরেতে শুরু হল
ব্যাঙের যৌথ গান,
ভেদাভেদ করবে না তারা
করছে আজ পন।

এমন সময় ছেলেরা সব
ব্যাঙগুলোকে দেখে,
ছুড়ছে ঢিল সবে মিলে
ছুড়ছে থেকে থেকে।

বলছে ডেকে ব্যাঙের রাজা
এখন কি যে করি ?
পালাও সবে যেন এখন
প্রাণে মরা না পড়ি।

বলছে দেখে ব্যাঙের নেতা
সকলকে ডেকে,
এখনো কি মারছে ঢিল
ওরা থেকে থেকে?

এমন সময় পড়ল ঢিল
কোলা ব্যাঙের পায়,
অকালে কোলা ব্যাঙ
তার পা হারায়।

এমন সময় কোলা ব্যাঙ
ডেকে সবাইকে কয়,
পালাও সবাই এখান থেকে
জীবন আমার যায়।

এমন করে হলো সেদিন
ব্যাঙের সভা শেষ,
অন্যায় আর অত্যাচারে
তাদের জীবন শেষ।