সত্য বলিলে জিভ কাটি আজ
করি মিথ্যার সাথে ভাব,
সত্য বলার অধিকারের যে আজ
দুনিয়ায় খুব অভাব।

শত্রুর সাথে গলাগলি করি আজ
বন্ধুর সাথে দ্বন্দ্ব,
মিথ্যা মায়ার বাঁধনে আজি
আমরা সবাই অন্ধ।

নিজের দোষে নিজেই ফাঁসি
শুধুই করি অন্যরে দোষী ,
মিথ্যাকে আজ আপন করি
হই জগতে অবিশ্বাসী।

মিথ্যারে বাসি ভালো
অন্তর জুড়ে পুরোই কালো,
জ্বালাতে পারিনা সত্যের আলো;
হৃদয়ের আজ কি হলো!