আলোহীন আধার গুহায়
প্রকৃতির রুদ্র ছায়ায় ,
প্রলয়ের তাণ্ডব শেষে
আমি অন্ধকার কুঠুরিতে আবদ্ধ ।

নিস্তব্ধ এই কোলাহল শূন্য
জনমানব হীন এই স্থানে ,
আলোহীন আঁধার কুঠুরিতে
নিরবে নিভৃতে একা পড়ে রই।

চেনাজানা কেউ নাই
অন্ধকারে একা অসহায় ,
পাথর বুকে মাথা ঠুকছে ভাবি ,
বেঁচে থাকার কি উপায় !

আলো নেই বায়ু নাই
বাঁচার মতো অক্সিজেন নাই ।
পথ চলার সঙ্গী নাই,
আমি একা অসহায় ।

অন্ধকারে হেঁটে হেঁটে
লোকালয়ের সন্ধান ঘেঁটে,
অবশেষে ভাবী নিভৃতে;
আমি কেন বদ্ধ আজ
অন্ধকার কুটুরিতে!