আসলেই আমি ছোট ভাই,
ছোট থেকেই বাঁচতে চাই;
ছোটবেলা অতি মধুর,
স্বপ্ন দেখে সোনালী সূদুর।

ছোটবেলার স্মৃতিগুলো ,
আঁকড়ে ধরে রাখতে চাই।
স্মৃতির ডালে ছোটবেলা ;
বর্তমান যে ফ্যাকাশে হায়!

আমি বাবার ছোট্ট খোকা !
মায়ের কাছে আজীবন বোকা !
আপনজন জানে আজও,
নিচের ক্লাসে পড়ি ।

বেঁচে আছি আজো আমি ,
ছেলেবেলা আঁকড়ে ধরি।

বাবার কোলে রাখি মাথা
মায়ের কোলে সুখ,
নিত্যদিনই ভুলছি আমি
মনের  শত দুঃখ।

আসলে আমি বড় নই
চাইনা উঠতে বেড়ে,
চলছি শুধু নীরবধি
গুণীজনদের হাত ধরে।

মনে বড় স্বপ্ন আশা
দেখছি নিত্য রং তামাশা ,
জ্ঞানীগুণী লোকের ভিড়ে
জীবনটাকে নিচ্ছি মুড়ে।