এই নিস্তব্ধ আধারূ আলোহীন রজনীতে;
আলোর সন্ধান খুঁজে খুঁজে ,
পথচলা একাকী পথিক আমি__
আলো হীন নিস্তব্ধ প্রান্তরে।

আলো নাই,বায়ু নাই,জীবনের নাই ছন্দ;
রূপকথার এ জগতে সত্য মিথ্যার দ্বন্দ্ব ।
সূর্য আজ মেঘের নিচে চাঁদের আলো বন্ধ,
চলার পথে সবই আঁধার, বুঝি আজ অন্ধ।