ভেবেছিলাম মানবতাবাদী হব-
তাই চেষ্টা করলাম মানবতা পাঠের
জানিনা সে পাঠ সফল হল কিনা;
তবে ততদিনে বুঝেছি এতটুকু-
মানুষ হতে হবে আমাকে।

মানুষ হয়ে জন্মানোর পরও
আরেক মানুষ হয়ে ওঠার অবিশ্রান্ত প্রয়াস,
আমাকে নিরন্তর নতুন এক সাধনায়
সাধ্যমত তাগিদ দিয়ে চলা;
সেই শুরু-
আমার মানবতার প্রথম পাঠ।

যে গণিত জানে
তার কাছে অঙ্ক শিখি,
যে সঙ্গীত জানে
তার কাছে শিখি গান,
কোথায় আমার মানবতার গুরু
জাগ্রত করে মোর প্রাণ;
প্রকৃত গুরু বিনা মানবতার শিক্ষা
ব্যর্থ্তারই প্রমাণ!

মানবতার নামে দেখা যায় আজ
গড়ে ওঠে শত ব্যক্তি দলের
ব্যবসা প্রতিষ্ঠান-
তাই সাধু সাবধান।