মধ্যদুপুরে সতেজ যুবক দুর্ঘটনায়
রাস্তায় পড়ে বেশ বিব্রত। হাতে ছিল তার
নাদুস নুদুস বঙ্গীয় কিছু হালের থ্রিলার।
থ্রিলার সহায়, একটি আঁচড়ও লাগে নি শরীরে।
গীতবিতান কি ‘পুতুল নাচের ইতিকথা’ তার
হতো না কি বলে যথেষ্ট এক রক্ষাকবচ?
(আকাশ আসবে নেমে কাব্যগ্রন্থ)