জাগহে বাংলার বীর সন্তান,
ঘুমিয়ে থেকো না তোমরা আর।
জেগেছিলে তোমরা বায়ান্নর আন্দোলনে,
ছিনিয়ে এনেছিলে মাতৃভাষা বাংলাকে।
আবার জেগেছিলে ১৯৭১ সালে,
স্বাধীন করেছিলে পূর্ব বাংলাকে।
বাঘের মতো সাহস নিয়ে জেগে উঠলে ৯৮ সালে,
রক্ষা করেছিলে ভয়াল বন্য কবলিত এদেশের মানুষকে।
সিংহের মত গর্জন করে তোমাদের আবার জাগতে হবে,
সোনার বাংলাদেশকে গড়ে তুলতে।
জাগ, জাগ, জাগ হে তরুণ সমাজ,
আলস্যে অবহেলায় দিন কাটাবার সময় নেই আর।
এই মুহূর্তে তোমাদেরকে হতে হবে সোচ্চার,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান হতে হবে একাকার।
সবাই মিলে সম্মিলিত চেষ্টা করে,
দেশটাকে গড়ে তুলতে হবে সুন্দর করে।