বাংলাদেশের জাতির পিতা
বঙ্গবন্ধু বেঁচে নাই
বঙ্গবন্ধুর আদর্শকে
ভুলতে পারি নাই --- ঐ

পনেরই আগষ্ট ঘাতকেরা
হত্যা করল ভাই,
স্ত্রী, পুত্র আপনজন
কাউকে ছাড়ে নাই --- ঐ

হায়রে পাষাণ ঘাতকেরা
তাদের দয়া মায়া নাই
শিশু পুত্র রাসেলকে
ক্ষমা করে নাই --- ঐ

আজকের দিনে সবাই মিলে
তাদের জন্য দোয়া চাই
সকলের আত্মা যেন
স্বর্গে পায় গো ঠাঁই --- ঐ