আলোয়ানটা নবীন এবং মানুষ তিনি বৃদ্ধ ।
যতই এঁটে পরুন তিনি, দিচ্ছে কামড় শীত তো ।
খামচা মেরে খচিয়ে সেই আলোয়ানটা তাঁর
পুলিশ বলে, জিনিষটা কি কাশ্মীর না ঢাকার ?
পাহাড় না সমতলের, কোন ছাগলের লোম ?
দেখি দেখি দাদু কেন পাচ্ছেন না ওম্ ?

আলোয়ানটা খসিয়ে নেয়া মাত্র পাখি ওড়ে ।
পাখি অর্থাৎ প্রাণপাখিটা যায় বুঝি বেঘোরে ।
পুলিশ বলে, আরে আরে, থামো একটুখানি ।
জিনিষটা কি স্মাগলিংয়ের সেইটে আগে জানি ।
যমদূতকে ধমক ছাড়ে কাস্টমসের পুলিশ__
সমঝে দেখি, তার বাদে তুই পটলটাকে তুলিস !


(কাব্যগ্রন্থঃ সবুজ নীল লাল জামা । প্রকাশকালঃ একুশের বইমেলা ২০০৪ । প্রকাশকঃ অন্যপ্রকাশ।)