বিচার যদি করতে চাও
ঝড়তি এবং পড়তি কে?
খবর তবে দিতেই হলো
বিনয় চক্রবর্তীকে ।
লোকটা বুঝি সংখ্যালঘু ?
বিদ্যেতে সে লঘু নয় ।
সার্টিফিকেট দিচ্ছি লিখে ।
মনঃপূত তবুও নয় ?
বেশ তো ডাকো সাইমনকে_
চলন বলন মিষ্ট,
পালন করেন বলেন যাহা
প্রভু যিশু খ্রিষ্ট ।
তাকেও না ? তাকেও না !
_তোমরা তোলো ধুয়া ।
সর্বশেষ ডাকছি তবে
সরোজ বড়ুয়া ।
নাড়ছ মাথা ঘনঘন,
বন্ধ করে রাখছ কান ।
খবর যদি দিতেই হয়
ডাকো তবে মুসলমান ?
কিন্তু এই দেশটা তো আর
শুধু মুসলমানের নয়_
এমনকি সে খ্রিষ্টানের,
হিন্দুর বা বৌদ্ধের নয় ।
মানুষ এই পরিচয়েই
আমরা সব বাঙালি তো !
কেউ এখানে কক্ষোনো নয়
বাড়তি এবং পড়তিও ।।
(কাব্যগ্রন্থঃ সবুজ নীল লাল জামা, ২০০৪)