আমি অনেক দূরে যাব__
আমি সঙ্গী কোথায় পাব ?
পলকহারা বালক আমি, সঙ্গী আমার চোখ ।

আমি সমুদ্দুরে যাব__
আমি নৌকা কোথায় পাব ?
মনপবনের নৌকা আমার মনের মধ্যে হোক ।

আমি ভাসতে ভাসতে যাব
আমি দেখতে দেখতে যাব
নীলের সঙ্গে মিলের মতো জোয়ার-ভাটার ঝোঁক ।

আমি খুঁজতে খুঁজতে যাব__
আমি একদিন তাে পাব
পাবই পাব বুকের মধ্যে স্বপ্নলোকের লোক ।।



(কাব্যগ্রন্থঃ সবুজ নীল লাল জামা । প্রকাশকালঃ একুশের বইমেলা ২০০৪ । প্রকাশকঃ অন্যপ্রকাশ।)