আমি যে শুধু খুঁজি তাঁরে
হেমন্তের উঠোনে
বসন্তের চারুতে।
চলে গ্যাছে সে, প্রয়োজন পরে
প্রিয়জন হতে উদ্ধত হলো না আর।

আমি যে খুঁজি তাঁরে
নিদ্রাহীন পরিতাপে
শীতল ঝড়ের আলিঙ্গনে।
ঘুমহীন রাত আজ তাঁর বড্ড অভিশাপ লাগে
পূর্ণ যে আজ সকল ভেলা।

আমি যে খুঁজি তাঁরে
অবেলায় উদ্যানে
প্রেমের অতৃপ্ত আহ্বানে।
আজি নেই যে কিছুই তাঁর অপূর্ণ বলা
গ্যাছে চলে সব অবেলা ব্যথা।

আমি যে খুঁজি তাঁরে
হৃদয়ে হৃদয়ে
আঁধারে আলোতে।
অবহেলা দিয়ে যে খুঁজে পেয়েছে সুখ
ঘৃণার মুর্তি তাঁর অভিলাষ।

আমি যে খুঁজি তাঁরে
প্রখর দৃষ্টি থেকে
সরল সমীকরণে।
তাঁর কাছে সমান্তরাল শুধুই শুন্য
অতীত দিয়েছে মুছে, ভাবতে হয়না আর।

আমি যে খুঁজি তাঁরে
দীর্ঘ আলোচনায়
যৌথ সংলাপে।
ব্যস্ততা আজ তাঁর বেড়েছে বেশ
মায়া সকল ফুরিয়ে গ্যাছে, আছে খানিক করুণা।

আমি যে খুঁজি তাঁরে
কত শত অনুসঙ্গে
খুব কাছে, খুব নিরবে।
নিঃসঙ্গতা তাঁর কেটেছে সব
পারিপাট্য হয়েছে আজ শিশির থেকে গোধূলি।

আমি যে শুধু খুঁজি তাঁরে
ঝাপসা আশায়।
বড় যত্নে রেখেছি প্রেম, আদরসম
ঘৃণার বিপরীতে

আমি যে শুধুই খুঁজি তাঁরে,
ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়।