আজ আমরা মিথ্যার চরম সীমায় আছি।
আস্থার নির্মম দালালীর যে খাঁচা আমরা তৈরি করেছি,
সেখান থেকে বের হওয়া সহজ নয়।
মিথ্যাবাদি কেমন নির্ভয়ে, প্রচন্ড আত্মবিশ্বাসে,
এবং উচ্চাকাঙ্খার সাথে মিথ্যাচার করেই যাচ্ছে।
আর আমরা হায় তুলতে তুলতে
কি নিদারুণ তৃপ্তির সাথে
লিপিবদ্ধ, চিত্রায়ণ ও দৃশ্যায়ন করছি।
রাক্ষস তার ষোল কলা পূর্ন করে,
আত্মতৃপ্তির সাথে ধ্বংস হবে!
সেখানে আমার কোন কৃতিত্ব নেই।
আবার অন্য এক স্বভাব জাত আমার কর্তৃত্ব নেবে,
এই আমারই চরম পাওনা।
আর তাই হয়তো!
বিবেক বিবশ করেই বেঁচে আছি আমরা….