মানুষের একটা সময় কাটে-
যখন মনে হয় জীবনটা শুধুই রঙিন
যা দেখে ভালো লাগে
যা করে ভালো লাগে
যা পরে ভালো লাগে
এমনকি মন্দ কাজটাও ভালো লাগে,
যেন জগতে ভালোর শেষ নেই!
মধ্যে আরেকটা সময় কাটে-
তখন প্রথম জীবনে ভালোলাগাগুলোর
অনেক কিছুই ফিকে হয়ে যায়
আগের মতো আর ভালো লাগে না
তিক্ততায় ভরা জীবনটা হয়ে ওঠে সঙ্গিন!
শেষ জীবনে এমন সময় আসে-
যখন শৈশব কৈশোর আর যৌবনের যাপিত জীবন
নিয়ে ভাবলে শুধু মনে হয়, আহা
যদি আগেকার সেই দিনগুলো ফিরে পেতাম..!
# ০৬.০৬.২০২৪