কী যে করি, কাকেইবা কী বলি
ভেবে না পাই কুল
দেশটা স্বাধীন হয়ে কি তবে
হয়েছে মস্ত ভুল!
যেদিকে তাকাই আমরা বাঙালি-
একসাথে পথ চলি
একসাথে হাসি-খেলি
একসাথে বাংলায় কথা বলি।
হঠাৎ করেই কীভাবে যে কী হয়ে গেল
ধর্মান্ধতা জাতির টুটি চেপে ধরল
ক্রমে যা হবার তাই হতে শুরু করল
মানবিকতা দ্রুত পালাতে থাকল..!
এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
একদা ছিলাম আমরা ভাই ভাই
মিলেমিশে চলতাম সবাই
এখন আর তেমনটা নাই!
মুসলমানের দুই ঈদ, হিন্দুর পূজা
ধর্ম-বর্ণ নির্বিশেষে করতাম বেশ মজা!
আজ সেইসব প্রীতি
হয়ে আছে শুধু স্মৃতি!
পরধর্মে তাই আর নেই কারও সম্মান..!
#
ঢাকা-২৩.১০.২৩