বচন//
-সৈশাপি
কখনও সেজো না-
অতি ধার্মিক
অতি আধুনিক
অতি দেশপ্রেমিক,
সময়ে ধরা খাবে দিক-বিদিক!
# ০৬.১২.২০২৪

পরিবর্তন//
-শমশের সৈয়দ #
মালিকের চেয়ে দারোয়ানের
আলাদা ভাবসাব
অযোগ্য অথর্ব নির্বোধেও
চায় সমান হিসাব..!
০৫.১২.২০২৪

বিভ্রান্তি//
-শমশের সৈয়দ #
১।।
ভালোবাসি যারে, মনের সুখে
বলতে পারি না কেন  
আউলা বাতাস সবকিছুই
উল্টে দিলো যেন..?
২।।
ডাকাত পড়েছে নিজ ঘরে
কি করি, কোথায় যাই
সংসারেতে সুখ নাই
পরাণ কেমন করে..!#
০৫.১২.২০২৪

পাটকেল//
-শমশের সৈয়দ #
ওদের পতাকা পা দিয়ে মারিয়েছি
তাই আমার পতাকা আজ
বাথরুমে পদতলে
হায়, অন্যকে খাটো করতে গিয়ে
নিজের সম্মান গেলো
রসাতলে..!
০১.১২.২০২৪

জিজ্ঞাসা//
-শমশের সৈয়দ #
এঁরা অতীতেও বলেছে, হামেশা বলছে-
'ওরা ভালো না, ওরা চোর'
কিন্তু এতোটা সময় কেটে গেলো
তবু কেনো আসছে না ভোর..!
০১.১২.২০২৪

অবুঝ আমি//
-শমশের সৈয়দ#
দেশে পাগলে আরও পাগল হচ্ছে
বাড়ছে যতো পাগলামি
জনতা সব বুঝলেও, কিছুই
বুঝি না আমি..!
# ২৪.১১.২৪

আশ্চর্য//
একদল পাগল ৩৬ দিনে
মাস গোণে-
ছত্রিশে হয় নাকি কোনো মাস ?
ছত্রিশে হয়েছে শুধুই
বত্রিশের সর্বনাশ..!
#
দু :খ//
১।।
কোথায় গেছো কোথায় আছো
জানি না তার কিছু
মনটা যে পড়ে আছে
তোমারই পিছু..!
২।।
নষ্টামির ইতিহাস শুধু
ঘৃণা জাগায়
তোমার বিকল্প কেউ
খুঁজে না পায়..!
# ০৫.১১.২৪