বছরের এই একটা মাস
আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়!
এই মাসে আমার মধ্যে স্থির হয়ে চেপে বসে
কারবালার চেয়েও মর্মান্তিক আরেক
ঐতিহাসিক আতঙ্ক..!

এই মাসটা এলেই আমার কল্পনায় বারবার
ভেসে ওঠে পঁচাত্তরের ১৫ আগস্টের
সেই জঘন্য কালরাত্রীর পাশবিক
হত্যাযজ্ঞের ভয়ঙ্কর মুহূর্তগুলো..!

ক্ষণে ক্ষণে আমার মনে পড়ে
সেদিন বত্রিশে হামলেপড়া একঝাঁক রক্তলোলুপ
সশস্ত্র হায়েনার সামনে না-জানি কতোটা
অসহায় হয়ে পড়েছিলেন
জাতির পিতাসহ অন্যসব নারী-পুরুষ
আর ছোট্ট শিশু নিষ্পাপ রাসেল !
ভাবলেই শিউরে ওঠে গা..!

আমি কল্পনাও করতে পারি না
সেদিন ভীত-সন্ত্রস্ত নিরস্ত্র মানুষগুলো
জীবন বাঁচাতে প্রাণ ভিক্ষা চেয়ে না-জানি কতোবার
করুনার্ত কণ্ঠে মিনতি করেছিল মানুষরূপী ওই
হার্মাদ শুয়ারের বাচ্চাদের কাছে..!

এসব দৃশ্য চোখে ভেসে উঠলেই আমার ভেতরটা
মুহূর্তে দুমড়ে-মুচড়ে ওঠে! অসহায় আমি তখন
এক লহমায় নিজেকে হারিয়ে ফেলি
অজানা জগতে..!

এভাবেই এই মাসটার প্রতিটা পলে পলে আমার
বুকের ভেতর আকসার শুধু হাহাকার করে !
কেমন যেন শূণ্যতা অনুভব করি আমি..
অন্তরে বারবার মোচড় দিয়ে ওঠে
কী যেন হারানোর বেদনা!
হৃদয়ে রক্তক্ষরণ হয় অবিরাম..!

তবু আমার মধ্যে জমে থাকা কষ্ট যে কমে না!
কবে কমবে তাও আমি সঠিক জানি না..!
তাই এই মাসটা এলেই আমার হৃদয়ের অতল
গহ্বর থেকে গুমরে ওঠে সমস্ত চাপা কান্না..!

শুধু কি তাই..?
এরমধ্যে কেটে যায় দীর্ঘ ২৯ বছর -
২০০৪ সালের ২১ আগস্ট সেই একই ঘাতক
চক্রের উত্তরসূরীরা ফের হামলে পড়ে আরেকটি
১৫ আগস্ট ঘটানোর হিংস্র অপচেষ্টায়!
কিন্তু সেদিন তারা ব্যর্থ হয়।
প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা।        

এসব কারণেই আরও ভয় হয়, ঘাপটি মেরে থাকা
কাপুষেরা তো আর বসে নেই..! তারা হয়তো
আবার কোনো এক আগস্টকেই বেছে নেবে
সেই ১৫ আগস্টের রক্তের নেশায়!
এমন স্লোগান তো তারা আগেই দিয়ে রেখেছে..!

তাই, আগস্ট মাস আমার কাছে
সর্বদা যেমন কষ্টের, তেমনি
আতঙ্কেরও..!
#
রচনা : ১৫ আগস্ট, ২০২৩