কে কী বলল
আর কে কী ভাবল
তাতে কী আসে যায় রে পাগলা
আমি তো চিরকাল
যখনই হবে খেয়াল
তখনই চিৎকার করে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে
বজ্র হুঙ্কারে বলে উঠব
‘জয়...বাংলা..!’
।।২।।
আমি কেন করব ‘জয় বাংলাকে’ অস্বীকার
এ আমার জন্ম-কান্না
স্বাধীনতা-পূর্ব চর্চিত ইশতেহার
আমি বাঙালি, জয় বাংলা আমার রক্তে মিশ্রিত
অর্জিত অহঙ্কার
চিরন্তন অধিকার
আমার এ অধিকার রুধিবে সাধ্য কার..!
১১.১২.২০২৪