সময়ের চাকায় ঘুরতে ঘুরতে
শেষ গন্তব্যের পথে আজ
বাড়ালাম আরেক পা,
জানি না বিধি তাঁর ইশারায়
নিয়ে যাবেন আমায়
আর কতোটা..!
এ যাবত বিধি যতোদূর পথ পার
করে এনেছেন আমায়,
ততকাল ভালোই ছিলাম, ভালো
আছি সুখ-দুখ-জরায়।
জটিল জীবনের কঠিন সময়ে হই নি
কখনও কারও পথে বাধা
আগামী দিনেও আমি যেনো এমনই
মননে থাকি, এই চাহিদা।
ভাবি আজ তাই জীবন তো একটাই
তবু যা পেয়েছি সেতো অনেকটাই..!
হেসে খেলে অবহেলে পেরিয়ে এসেছি
বহু পথ হে খোদা তোমার দয়ায়,
বাকিটা সময় কাটে যেনো গো
তোমারই নির্মল ছায়ায়..!
#
রচনা: ২৬.১২.২০২৩