পৃথিবীর সব নদীর মোহনা মিশে গেছে সাগরে
সব দিকগুলো মিলে গেছে দিগন্তে;
পৃথিবীর সব প্রাণ আজ পাল তোলে জীবনের!
তবুও সাগর উত্তাল--যেন অশান্ত
দিগন্ত যেন দিগম্বর মরুরেখা,
লহরের হাতছানি যেন জীবনের আলেয়া!
আঁধারের শব্দবিহীন নিশি বহমান
জোনাকির আলোয় সচকিত ভীরু মন,
তবে কি নিঃশেষ হয়ে যাচ্ছি! নিঃশেষ--
সব তীরগুলো হারিয়ে গেছে দরিয়ায়
সব চিহ্নগুলো মুছে গেছে জোয়ারে;
বিদিশা মাঝির সম্মুখে যেন অসীমের হাতছানি
তবুও মাঝি পথ খোঁজে আঁধারে,
অশান্ত ঊর্মি হিন্দোলেও যাত্রাটা অনিবার
কল্পরেখা এঁকে ছুটে চলা অনিমেষ------