আর কত ক্ষণজন্মা শিশু লাশ হলে
তোমাদের গলিত মস্তক অবনত হয়ে
ক্ষমা চাইবে নিভে যাওয়া সহস্র শৈশবের কাছে?
কত রক্তপাত হলে তোমরা থামিয়ে দেবে
নিষ্পাপ প্রাণ লুণ্ঠনের বিভৎস অভিযান?
কত ঘর, কত প্রান্তর, কত মানচিত্র
খুবলে খেলে থামবে তোমাদের
ভাগ্য হননের খেলা?
কি এক রক্তাত্ত নিয়তির জুজুকে অস্ত্রে সাজিয়ে
তোমরা এতিমের পথটাকে করেছো
লাশ হবার এক অমোঘ কেবলা!
কিন্তু লাশেরা তো মরে না,
লাশেরা বেঁচে থাকে অনন্তকাল!
লাশেরা সদা জাগ্রত থেকে জিকির করে
তোমাদের বোধিচিত্তের উন্মেষের আশায়,
হয়তো'বা তোমাদের মানুষ হবার
এক তীব্র বাসনায়!
তবু কি তোমরা মানুষ হও
নাকি হায়েনার বেশে রক্ত আর লাশের খোঁজে
থাকো নিরন্তর?
লাশগুলো বেঁচে থাকে
এ রুগ্ন আর কপট পৃথিবীকে ধিক্কার দিয়ে;
লাশগুলো লাশ বুনে
কোন এক ইন্তিফাদায় রক্তে লেখা
বিজয়ের অপেক্ষায়।