একজন শেখ মুজিবের জন্ম-
স্বাধীনতার বার্তা নিয়ে পরাধীন বাংলার বুক চিড়ে
কারাগারে বন্দী সূর্যের মুক্ত আলোর ঝলকানিতে
পরাধীনতার পরম্পরা থেকে মুক্তির স্বাদ দিতে
আবার পৃথিবীর মহান বীরদের মত করে
নিজের বুকের রক্ত দিয়ে
হাজারো বছরের রক্তের ঋণ শোধ করতে!
একজন শেখ মুজিবের স্বপ্ন-
বন্দী আর মুমূর্ষু বাংলার মানচিত্রে
সোনার বাংলা খচিত ক্যানভাস,
যেখানে সদ্য ভূমিষ্ঠ শিশু
রক্তাত্ত কিন্তু দামি স্বাধীনতাকে আলিঙ্গন করে
আপন মনেই বলে উঠবে- "জয় বাংলা"।
একজন শেখ মুজিবের জন্য-
ভুলে যেতে চাই সব ভেদাভেদ আর দুঃস্বপ্ন,
আর সত্যিকারের বাঙালির মতই বলতে চাই-
আমি সেই মাটিতেই আশা-ভালোবাসা-স্বপ্নকে
পুঁজি করে রোজ ভোরে পুনর্জন্ম লাভ করি;
যে দেশের প্রতিটি পরতে
স্বাধীনতা বুনে বুনে
সদা পাঞ্জেরি হয়ে আমাদের দিক চেনায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।