ঊর্মিরা নিজের ঘরেই বারবার ধর্ষিত হয়
নিজের কাছের মানুষই বাঁকাচোখে শরীর মাপে।
প্রয়োজনে গাছের নতুন কুঁড়িতে হাত বাড়ায়;
ভাবখানা এমনই যেন এটা খুব স্বাভাবিক রীতি।
অসংলগ্ন স্পর্শে ঊর্মিরা চমকে ওঠে ভয় পায়।
নিজেকে নিজেই বাঁচানোর চেষ্টায় প্রতিবাদী হয়।
বাড়ির অন্যেরা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে,
প্রতিনিয়ত প্রতিহত করে চলে।
বলে এটা খুব স্বাভাবিক... এটা মেনে নিতে হয়...
তোমারি চলা বলা ব্যবহারে হয়তো খুঁত আছে।
নীরব থাকো... এ কথা যেন পাঁচকান না হয়।
তোমার জন্য যেন নষ্ট না হয় বাড়ির আভিজাত্য!
ওরা যেন ডানা ভাঙা প্রজাপতি...
ঊর্মিদের প্রতিবাদী ঢেউ আর বালুতট ছুঁতে পায়না।