আকাশের ভরা বৃষ্টিতে যেমন ছাতা
জীবনের চলার পথে বাঁচিয়েছ মাথা।
কত জন্মের সাধনায় পেয়েছি এই জীবন
ফুলে ফলে ভরিয়েছিলে ছোট্ট এ ভুবন।
আমার কান্না হাসির জোয়ার ভাটায়
তোমার হৃদয়পুরের নদী দুকুল ভাসায়।
আমার যত না'পারাতে তুমি দাওনি তিরস্কার
বরং কাছে এসে মিষ্টি হেসে দিয়েছ পুরস্কার।

পথে যেতে হাজার ভুলে দিয়েছ সঠিক ঠিকানা
জীবনের সফল চুড়ায় তুমিই আমার নিশানা।
দিনের শেষে সূর্য ঢলে আকাশ করে লাল
তোমার দুঃখ রাতে ঝরে, আমার চোখে জল।
এখনো আকাশ আঁধার হলে তোমায় মনে পড়ে
ছবি আঁকি জীবন জুড়ে, সাজিয়ে রাখি হৃদয় ঘরে।
আমি জানি তুমিই সেই সুজন, তবে আমি নই তেমন;
যমুনা নয় গঙ্গা পেরিয়ে, তোমার ভবনে করেছ লালন।
যতদিন থাকব পৃথিবীতে সুখে দুঃখে কান্না হাসিতে
তোমার কাছেই ছুটে যাবো বারংবার বাঁচতে বাঁচাতে।









''বাংলা কবিতা স্মারক''