আজ আর কিছু বলতে ইচ্ছা করছেনা
আমিতো তুমি নই, যে চাইলেই
অসম্ভব কে সম্ভব করে ফেলতে পারি।
কাল ছেলেটার ধূম জ্বর এসেছিল
থার্মোমিটারটা কোত্থাও খুঁজে পেলামনা।
যেটা পেলাম সেটা পুরানো, খুব রাগে
ওটাকে ফেলে ছুঁড়ে ভাঙতে ইচ্ছা হোল।
বাবা বলতেন সব পুরানো বাতিল হয়না "মনা"।
সকালবেলা সেটাই মন খুশি করে দিল।
ঠাণ্ডা পড়েছে, গরম পোশাকের খুব প্রয়োজন।