সমুদ্র তুমি ভীষণ ভালো
আমি যে তোমায় অবিরাম ভালোবাসি।
তোমার এই স্তব্ধতা নীরবতা
কেন জানি না বারবার আমায় ডাকে।
আমারও মনে হয় পৃথিবীর সমস্তটা ভুলে
ঠাঁই নিই তোমারি কাছে।
তোমার অশান্ত রুপে পাগলিনী আমি,
তোমাকেই দেখি, অবিরাম তোমারি সুরে।
ওতেই যে পরমতৃপ্তি
সেকথা বোঝাবো কি করে?
সত্যি সত্যি তুমি কি আমায় ভালবাস!
জানিনা! জানতেও চাই না।