আজ যেন কাজে মন নেই
ভাবছিলাম কোন জাদুতে হবে সমাধান।
কেন? আপনি কি জানেন ?
জানি, আপনি ও উত্তর খুঁজে পাবেন না।
অতচ দেখুন একসমুদ্র কাজ পড়ে আছে।
সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত...
দৈনন্দিনের একঘেয়েমিতে ক্রমশ ডুবে যাচ্ছি
ঠিক যেন চোরাবালির চর...
পিছনদিকে চেয়ে দেখি কেউতো নেই
কেউ বলছেনা - 'আজ তুমি একটু জিরিয়ে নাও।'
কার এ সংসার ? জানিনা ।
শুধু সেই বলছে - 'আজ একটু নিজেকে নিয়ে ভাব
আজ একটু আকাশ দেখো ফুল দেখো
আর উড়ে যাও বাঁধনহারা পাখিদের সাথে।'