কাল ভেবেছিলাম তোমার কাছে যাবো
একান্তে কিছু কথা কানে কানে বলব;
তুমি নাকি সবার কথা মন দিয়ে শোনো।
আর একে একে ইচ্চাপুরন করো।

আমারও ইচ্ছা হয়েছিল তোমার সান্নিধ্যে পাবার।
রাতের মতন কিছু জটিলতায় জড়িয়ে গেলাম।
ঘুমের ঠিকানা হারিয়ে দিশাহারা,
প্রতিদিনের মতন সকাল... সকাল হলনা।
মনে প্রাণে খুব অসহায়
হেরে যাওয়া যেন এক সৈনিক।
তাই তোমার কাছে যাওয়া হলনা।

আমি তোমার কাছে যাই তুমি কি চাওনি?
তুমিতো অন্তর্যামী সবটায় জানতে,
রাতের যন্ত্রণা সহজেই সরিয়ে দিতে পারতে।
দিব্যি চলে যেতাম পায়ে পায় তোমার কাছে;
হয়তো এভাবেই বুঝিয়ে দিলে
তুমি চাইলেই হবে, নিশ্চিত হবে।

এখনো আমার সময় হয়ে ওঠেনি।
তবে হৃদয়তন্ত্রীতে বিশ্বাস রাখি
একদিন নিশ্চিত ডেকে নেবে বরাভয় মুদ্রাতে।