কেউ কেউ প্রকাশ্যে ভরা উঠানে বলেছে
-ওরা যা বলেছে বেশ করেছে
তোমার বড্ড বেশি অহংকার তাইনা!
চায়ের ভাঁড়ের মতন
আবর্জনায় ফেলে দিয়েছে
ওটাই তোমার প্রাপ্য বেশ করেছে।
আবার কেউ স্বপ্নে চিৎকার করে বলছে
-যা করেছি বেশ করেছি
ওটাই তোর জীবনের নিয়তি
চিরদিন আমায় দোষ দিয়ে গেলি।
আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি।
কখন সখনো ভেবে দেখিস
তোর জীবন হয়ে যাবে সুধাময়।
আমি মেনে নিয়েছি ।
আমার বঞ্চিত শৈশব বারে বারে প্রশ্ন করে
তুই অনাথ তুই অবহেলিত তুই পরগাছা
এখন আর এই হৃদয় সাগরে ঢেউ ওঠেনা
বেশ করেছে আর বেশ করেছি শব্দে।
মনস্থির করে নিয়েছি রয়ে যাব আজীবন
বঞ্চিত অসহায় অপয়া পরগাছাদের সাথী হয়ে।
এটাই আমার পরম পাওয়া
মিলেছে পরমশান্তি।