দুজনের মাঝখানে হঠাৎ বটের পাতা খসে পড়ল
কি বুঝবো! এটা দিয়ে কি বুঝবো ?
এটা কি ভগবানের দয়া,..
এই বটের ছায়ায় মায়া প্রকৃতির অবদান
তবে কি আমাকে করুনা করলেন ;
উনি কি আশীর্বাদ দিলেন ;

বসে আছি সকাল থেকে।
এখন সূর্য মাথার উপর .;
আশ্চর্যের ব্যাপার যেখানে বসে আছি
সেখানে বিশাল এক প্রাচীন বটগাছ
তার পাতার ছায়ায় ভীষণ রকমের মায়া
অনেক তার ঝুড়ি নেমেছে।
পাশেই রয়েছে সাদা রঙের আপন ভোলা মহাদেব
মনে মনে তার কাছে প্রার্থনা জানাচ্ছি।
তবে কি শিবশম্ভু পাতা ঝরিয়ে আশীর্বাদ দিয়েছেন।
আমার এই  দীর্ঘ পথ চলার তবে কি অবসান হবে !
প্রভু কি আমাকে মুক্তি দেবেন !
আমি মুক্তি চাই মুক্তি চাই ;
যদিও জানি, জীবনের আরেক নাম সংঘর্ষ
সংঘর্ষের মধ্যে দিয়েই
জীবনকে ফিরে ফিরে পেতে চাই।