আমার দেখা পাখী দুটো আকাশে উড়তে চেয়েছিল
উড়তে গিয়ে ভাঙল ডানা মুখ থুবড়ে পড়েছিল।
সোনা রোদ্দুর মাখবে বলে একজন বাসা ছেড়েছিল
আর এক পাখী মনে মনে সেটাই চেয়েছিল।
সবার সামনে ঝগড়াঝাটি ভীষণ রকম কিচিরমিচির
আড়াল হলে নির্জনেতে বকম বকম প্রেম নিবিড়।
বৃষ্টি হলেই দেখতে যেত দূর আকাশের রামধনু
সন্ধ্যা হলে ফিরত মেখে লক্ষ হাজার ফুল রেনু।
প্রেম যে কখন কেমন করে ঝরনা থেকে নদী হোল
বিনা মেঘে বজ্রপাতে দুজনেই ওরা থমকে গেল।
সোনা রঙের রোদ্দুরে নীল আকাশের প্রান্তরে ওড়া হলনা
বৃষ্টি ভাঙা রামধনু হাজার ফুলের রেনু আর মাখা হলনা।
কি জানি কার অভিশাপে ভরা জমির ফসল পুড়ে যায়
ওদের ভালাবাসাও ঠিক তেমনিভাবে অভিশপ্ত হয়ে যায়।