জানি পথ চলায় হোল জীবন;
কখন কোথায় গিয়ে থেমে যাব জানিনা
তবু এই পথ ধরেই চলি সমুখে।
পথ ক্রমশ সঙ্কীর্ণ কণ্টকময় হয়ে উঠছে;
অথচ এই পথ একসময় ছিল
নদীর মতন স্বচ্ছ সাবলীল।
রাতভোর ছিল চেনা মানুষের সাথে
দুঃখ সুখের আলাপন।
পথের মতন চেনা মানুষও খুব অচেনা লাগে;
যারা এতদিন একই বাসনের খাবারে হয়েছি পুষ্ট,
তারা একে একে খুঁজে নিয়েছে নিজ নিজ বাসা।
পড়ে আছি পদদলিত বাসি ফুলের পাপড়ির মতন।
রাত ফুরিয়ে সকাল হোল।
দিনের রাজা অর্ক কানে কানে বলে গেল
উঠে দাঁড়াও আঁধার সরাও
হতাশ হয়ে পড়ে থাকলে চলবে?
অচেনা পথ আবার নতুন করে চিনে নাও...
দুর্গম পথ পালকের মতো হবে সুগম।
দিনের শেষে দেখবে
চোরকাঁটার মত কিছু আনন্দ সম্পর্ক
গুল্মলতা হয়ে জড়িয়ে ধরেছে জীবন।